মহম্মদপুরে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে চলছে নির্মাণ কাজ

মহম্মদপুর শিক্ষা

মাগুরা সংবাদঃ

মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম কিষাণ মজদুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২৫ বছরের পুরাতন ঝুঁকিপূর্ণ একতলা জরাজীর্ণ ভবনের ছাদেই চলছে ভবনের নির্মাণ কাজ। বিল্ডিং কোড বা ভবন নির্মাণের নিয়ম-কাননের তোয়াক্কা না করে এ ছাদেই উপরতলা ভবন নির্মানের কাজ চলছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। নির্মাণাধীন ঝুঁকিপুর্ণ এ ভবন যেকোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।যেখানে কমলমতি ছেলে মেয়েরদের জীবন জড়িয়ে আছে । তাই ঝুঁকিপূর্ণ এ ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, বিদ্যালয়টি প্রায় ২৫ বছরের পুরাতন হওয়ায় নিচতলার ছাদে ও দেয়ালে পলেস্তেরা খসে পড়ছে।যে কোন সময় ভেঙে পড়তে পারে। এমন অবস্থায় স্থানীয় সাধারণ জনগণ ভবন নির্মাণ কাজে বাঁধা দিলে প্রথমাবস্থায় কাজ বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে কাজ আবার শুরু করা হয় । মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন মাগুরা সংবাদকে বলেন, বিষয়টি তার জানা নেই। তবে ঝুঁকিপূর্ণ  ভবন হলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।অবশ্য এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, মাগুরা এর প্রকৌশলী সোহেল হোসেন মাগুরা ন্সংবাদকে বলেন,কোন সমস্যা নেই আমরা ছাঁদের টেম্পার চেক করেছি।উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পলাশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.