মাগুরা শ্রীপুরে গড়াই নদীতে ধরা পড়লো ২০ কেজি ওজনের বাঘাইড় মাছ

শ্রীপুর

মাগুরা সংবাদঃ

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গড়াই নদীতে ২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকালে জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে। মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করতে থাকে।

জানা গেছে, শনিবার জেলেরা নদীতে মাছ ধরতে যান। ইলিশ মাছ ধরার জন্য তারা নদীতে জাল ফেলেন। কিন্তু বিকালে তাঁদের জালে বড় মাছ লেগেছে বুঝতে পেরে জেলেদের এক সহকর্মী পানির নিচে নামেন। পরে ২০ কেজি ওজনের বাঘাইড় মাছটি উদ্ধার করে বিক্রির জন্য নাকোল বাজারে নিয়ে আসেন।

জেলেরা বলেন, আমরা এর আগেও বড় বড় মাছ ধরেছি। বড় মাছ জালে লাগলে আমরা টের পাই। আজকেও বড় মাছ লাগার বিষয়টি বুঝতে পারি। বড় মাছ ধরার আনন্দটাই আলাদা। গোটা এলাকায় খবর ছড়িয়ে পড়লে সবাই দেখতে আসে। বিষয়টি আমাদের খুব ভালো লাগে।

Leave a Reply

Your email address will not be published.