শ্রীপুরে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা!

শ্রীপুর

মাগুরা সংবাদঃ

মাগুরা শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত মধ্যরাতে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা এলাকায় একটি পুকুরে এ ঘটনা ঘটে। এতে ঐ পুকুরে থাকা ছোট-বড় প্রায় ১৫ থেকা ২০ মন মাছ মারা গেছে।
এ ঘটনায় শ্রীপুর থানায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেনি পুকুরের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গয়েশপুর ইউনিয়নে একটি পুকুরে মাছ চাষ করে আসছেন চরজোকা এলাকার রুবেল মন্ডল । রুবেল মন্ডল শ্রীপুর উপজেলার চরজোকা এলাকার সুফি আব্দুল কাদেরের ছেলে । রুবেল মন্ডল ঐ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করছেন বলে জানান তিনি। কিন্তু গত মধ্যরাতে দৃর্বৃত্তরা ওই পুকুরে বিষ প্রয়োগ করলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছগুলো মরে পানিতে ভেসে উঠে। এতে অনেক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে রুবেল মন্ডল ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে এলাকার গন্যমান্য ও জনপ্রতিনিধিকে অবগত করেন। রুবেল মন্ডল বলেন, আমি এখন কি করবো কোথায় যাব! প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাই তারা তাড়াতাড়ি অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক।

Leave a Reply

Your email address will not be published.