শালিখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

শালিখা

মাগুরা সংবাদঃ

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষ্যে মাগুরার শালিখায় শোক র‌্যালী, দোয়া প্রার্থনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,চিত্রাংকন প্রতিযোগিতা,এক মিনিট নিরাবতা পালন, যুব ঋণের চেক বিতরণ,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ দিনটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার সকাল ৯টায় একটি শোক র‌্যালী বের করে ৷ র‌্যালীটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয় ৷ র‌্যালীতে বিভিন্ন সরকারি দপ্তর এর কর্মকর্তা কর্মচারী ও নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রণ করেন ৷ এছাড়াও র‌্যালীতে বিভিন্ন বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷ র‌্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় ৷ এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান ৷ এতে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ত্র্যাডঃ মোঃ কামাল হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ত্র্যাডঃ শ্যামল কুমার দে,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম, ওসি তদন্ত মোঃ মামুন হোসেন বিশ্বাস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার,ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষি মোঃ আলমগীর হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মিনা খানম,মৎস্য অফিসার শারমিন আক্তার, সমবায় অফিসার পংকজ কুমার মন্ডল,বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ দাস,পরিসংখ্যান অফিসার মোঃ নাজমুল হক প্রমুখ ৷ এদিকে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সরকারি ভাবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়সহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.