মাগুরায় বখাটে স্টাইলে চুল না কাটতে সেলুন মালিকদের নির্দেশ

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

ছাত্র, তরুণ ও যুবকদের চুল-দাড়ি ‘বখাটে’ ও ‘মডেলিং’ স্টাইলে না কাটতে সেলুন মালিকদের নির্দেশ দিয়েছেন মাগুরা পুলিশ। যদি কোনও ব্যক্তি এই নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়। মাগুরা পুলিশ সুপার খান মহাম্মদ রেজোয়ানের নির্দেশে স্থানীয় সেলুন মালিক ও কর্মীদের নিয়ে এ বিষয়ে বৈঠকের পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে সর্বসাধারণকে সচেতন করা হচ্ছে। মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)  সিরাজুল ইসলাম জানান, ছাত্র ও উঠতি বয়সের যুবকদের বখাটেপনা স্টাইলে চুল এবং দাড়ি ও গোঁফ মডেলিং করে কাটা যাবে না। ‘বখাটে স্টাইলে’ চুল কাটার পোস্টার সেলুন থেকে সরিয়ে ফেলতে হবে। এখন থেকে যারা এসব কথা অবজ্ঞা করে ‘বখাটে স্টাইলে’ চুল-দাড়ি কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.