ঈদের দিন যতই এগিয়ে আসছে ততই মাগুরায় জমে উঠছে পশুর হাট

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

ঈদের দিন যতই এগিয়ে আসছে মাগুরায় ততোই জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ক্রেতা-বিক্রেতার আনাগোনায় সরগরম হয়ে উঠেছে পশুর হাটগুলো। বরাবরের মতোই গরু-ছাগলের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে।হাটের নিরাপত্তা আর জাল টাকা সনাক্তকরণে প্রশাসনের পাশাপাশি কাজ করছে হাট কর্তৃপক্ষ।


এমনই চিত্র ছোট বড় হাটগুলোর।  কোরবানিকে সামনে রেখে নানান জাতের গরু ছাগল আর ক্রেতা বিক্রেতার হাক-ডাকে মুখরিত হয়ে উঠেছে এসব পশুর হাট। তবে বরাবরের মতোই দাম নিয়ে ভিন্নমত রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। ক্রেতারা বলেছেন দাম বেশী আর বিক্রেতারা বলছেন কোরবানির পশুর মূল্য কম।

বিক্রেতাদের দাবী বর্তমানে দেশে যে পরিমান গরু রয়েছে তাতেই কোরবানীর চাহিদা পুরণ হয়ে যাবে। অসাধু ব্যবসায়ীরা বাজারে ভারতীয় গরুর আমদানী করলে দেশী গরুর দাম কমে যাবে। এতে করে লোকসানের পড়বে তারা। ভারতীয় গরু যেন প্রবেশ করতে না পারে সে দাবী সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published.