শালিখায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত

শালিখা

মাগুরা সংবাদঃ

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৯ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরার শালিখায় উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও তথ্য সেবা কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান৷ এতে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ত্র্যাডঃ মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ত্র্যাডঃ শ্যামল কুমার দে,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,শালিখা থানার এসআই নাসির উদ্দিন,হিসাব রক্ষণ অফিসার মোঃ আজিজুর রহমান প্রমুখ৷ এ ছাড়াও অনুষ্ঠানে তথ্য সেবা কেন্দ্রের সহকারী বিথী রানী শিকদার ,লাকি বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা বিথী মন্ডল ৷ অনুষ্ঠানে বক্তারা বঙ্গমাতার জীবনী তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন নেছা মুজিব সারাজীবন দেশের কল্যানে কাজ করে গেছেন। তিনি বাঙ্গালী নারী অগ্রযাত্রার পথ প্রদর্শক। তাই শিক্ষিত জাতি গঠন তথা সুন্দর দেশ গড়তে সকল স্তরে বঙ্গমাতার আদর্শ ছড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published.