শালিখায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড

শালিখা

মাগুরা সংবাদঃ

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

মাগুরার শালিখা উপজেলার পুড়াগাছি গ্রাম থেকে মোঃ খাইরুল ইসলাম(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর রহমান এ কারাদন্ডাদেশ প্রদান করেন। খাইরুল ইসলাম উপজেলার পুড়াগাছি গ্রামের মৃত শাহাদত শেখের ছেলে । পুলিশ জানায়, শালিখা থানা অফিসার্স ইনচার্জ মোঃ তরীকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিন এবং এএসআই আব্দুস সালাম এর নেতৃত্বে বুধবার দুপুরে পুড়াগাছি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলামকে ৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর রহমানের নিকট হাজির করা হয়৷ এ সময় উক্ত মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় তার দোষ স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা সহ অনাদায়ে আরো ৭দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন৷ এ সময় প্রসিকিউটর ছিলেন শালিখা থানা এসআই নাসির উদ্দিন৷ কারাদন্ডাদেশ প্রাপ্ত আসামীকে গতকালই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.