ন্যায্য মূল্য না পাওয়ায় মাগুরায় কাঁচা ধান খড় হিসেবে বিক্রি

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

ধানের ন্যায্য মুল্য না থাকায় মাগুরায় এবার কাঁচা, আধাপাকা ধানের ক্ষেত কেটে খড় হিসেবে বিক্রি করতে দেখা গেছে । মাগুরায় বিভিন্ন স্থানে এই দৃশ্য দেখা গেছে । গরুর খাদ্য সঙ্কটের কারণে এসব খড় কিনতে আসছেন কৃষক ও খামারিরা। মাগুরায় মহম্মদপুর উপজেলায় সম্প্রতি বাবুখালী হাঁটে দেখা যায় কাঁচা ধান বিক্রির জন্য অনেকে আটি বেধে নিয়ে এসেছে ।কাঁচা ধান বিক্রি করতে আসা চালমিয়া গ্রামের বাকি নামের এক কৃষক জানান, ধানের দাম মন প্রতি ৬০০ থেকে ৬৫০ টাকা মাত্র।এতে আমরা কৃষকরা ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছি। এই ধান পাকতে আরো বেশ কিছুদিন সময় লাগবে তাতে খরচও আছে এবং নায্য দামও নাই।তাই আমি যদি প্রতি আটি ১০-১৫ টাকা ঘাস হিসাবে বিক্রি করতে পারি তবে আমার ধান লাগানোর খরচটা উঠে যাবে ।

Leave a Reply

Your email address will not be published.