মাগুরায় বিদেশে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ ,গ্রেফতার ১

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে মাগুরার অনেক মানুষের কাছ থেকে বিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তিরা সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে বিদেশ পাঠানোর নামে নড়াইল জেলার মোঃ রেজোয়ান শেখ (৩৭) সহ তার দলের অন্যান্য সদস্যরা বিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নেন। এদের মধ্যে প্রতারক চক্রের মূল হোতা রেজোয়ান শেখকে ২৯ জুলাই মাগুরা সদরে স্টেডিয়াম পাড়া থেকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ । গ্রেফতারকৃত রেজোয়ান শেখ নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী(দক্ষিণ অংশ) গ্রামের শেখ আবুল কালামের ছেলে বলে জানা যায়।






Leave a Reply

Your email address will not be published.