মাগুরা শ্রীপুরে আওয়ামী লীগ কর্মী আহত

শ্রীপুর

মাগুরা সংবাদঃ

মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউনিয়ন সদস্য নির্বাচন পরবর্তী সহিংসতায় ১ আওয়ামীলীগ কর্মীকে মারধর এবং চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে।আজ (২৭ জুলাই) শনিবার শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মতিন মেম্বরের সমর্থন সিরাজুল বিশ্বাস (৪৭) কে মারধর এবং চাঁদা দাবি করে উপ-নির্বাচনে বিজয়ী জয়ন্ত বিশ্বাসের সমর্থকরা।আহত সিরাজুল ইসলাম শ্রীপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।ডাক্তার জানিয়েছেন,এখন তিনি আশঙ্কামুক্ত। আহত সিরাজুল বিশ্বাস জানান,আমি বাড়ির পাশে পুকুরে কাজ করছিলাম এমন সময় মজিদ মোল্যা,রাজিব মোল্যা,শিবলু খাঁন,নুরুল মোল্যা,মোস্তফা মোল্যা,গোলাম মোল্যা সহ বেশ কয়েকজন আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে আক্রমন করে। সাবেক মেম্বর মতিন শেখ বলেন,নির্বাচনে পরাজয়ের পর থেকে আমার কর্মী সমর্থকের উপর হুমকি ও চাঁদা দাবি করে আসছেন জয়ন্ত বিশ্বাসের কর্মী সমর্থকেরা।অনেকে ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে আছে। বর্তমান মেম্বর জয়ন্ত বিশ্বাস বলেন,গত (২৫ জুলাই) বৃহস্পতিবার নির্বাচনের দিন আমার কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি এবং কি আমার নির্বাচনের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছিলাম।তাই নির্বাচন পূর্ববর্তী সময়ে যারা নির্যাতিত হয়েছে তারা এমন আচরন করছে।আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহাবুবুর রহমান বলেন,ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ব্যবস্হা গ্রহন করা হয়েছে।এখনো এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published.