সজীব ওয়াজেদ জয়ের ‘জন্মদিনে’ শুভেচ্ছা-জানিয়েছে “মাগুরা সংবাদ” পরিবার

রাজনীতি

মাগুরা সংবাদঃ

আজ ২৭ জুলাই বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৯ তম জন্মবার্ষিকী। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়ের ৪৫তম শুভ জন্মদিনে তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে, মাগুরা জেলার শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল “মাগুরা সংবাদ” পরিবার ।

১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম। মুক্তিযুদ্ধের সময় জন্ম হওয়ায় জয়ের নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর মায়ের সঙ্গে বাবার কর্মস্থল জার্মানি হয়ে ভারতে যান জয়। তার শৈশব-কৈশোর কাটে ভারতে। তিনি সেখানকার নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করেন।পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর অর্জন করেন তিনি। ২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওয়াজেদকে বিয়ে করেন জয়। তাদের সন্তানের নাম সোফিয়া ওয়াজেদ।

Leave a Reply

Your email address will not be published.