মুক্তিযোদ্ধাদের দেয়া হবে ১৫ লাখ টাকার আধুনিক বাড়ি:মাগুরায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধার ২০ মিনিটের বক্তব্য রেকর্ড করে তা সংরক্ষণ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই যুদ্ধপরাধীদের তালিকা প্রকাশ করা হবে। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি ও সব রাস্তা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে।’ বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা আছাদুজ্জামান মিলনয়াতনে শ্রীপুর ও শালিখা উপজেলায় নবনির্মিত দু’টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন আ.ক.ম মোজাম্মেল হক। মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য ১৫ লাখ টাকা ব্যয়ে আধুনিক ডিজাইনের বাড়ি নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। এছাড়াও মুক্তিযোদ্ধাদের জন্য স্বতন্ত্র নকশার কবর নির্মাণ করা হবে, যা দেখলে বোঝা যাবে- এটা মুক্তিযোদ্ধার কবর।’ মাগুরা জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে সমাবেশে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু সহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.