মাগুরার মিলন এখন এলাকায় আত্মনির্ভরশীলতার এক প্রতীক

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মিলন হোসেন মাগুরার গোয়ালবাতান ইউনিয়নের বাহারাগ গ্রামের হাসমত মোল্লার ছেলে। বাবার স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা শেষ করে একদিন বড় চাকুরী করবে। সেই উদ্দেশ্যেকে সামনে রেখে এগোচ্ছিলেন তিনি।ভালমানের চাকুরিও পেলেন তিনি।কিন্তু তিনি চাকুরির পাশাপাশি স্বাধীনভাবে কিছু করতে চাচ্ছিলেন।যেই কথা সেই কাজ সময় নষ্ট না করে নেমে পড়েন জীবন সংগ্রামে। তার মনবল আর প্রবল ইচ্ছাশক্তিই যেন তাকে এগিয়ে নিয়ে গেল। একই জেলার বাহারাগ গ্রামে মাছ চাষ ও গরুর খামার গড়ে তোলেন তিনি। তিনি এখন এলাকায় আত্মনির্ভরশীলতার এক প্রতীক। খামার করে অল্প দিনের মধ্যেই তিনি স্বাবলম্বী হয়ে উঠেছেন।

মিলন মাগুরা সংবাদকে জানান , আত্মবিশ্বাস, প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রম তার এগিয়ে যাওয়ার পথকে সুগম করে দিয়েছে। এখন তার খামারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।দিন দিন তিনি খামারের পরিধি আরো বৃদ্ধি করতে চান। তিনি এলাকায় বেকার যুবকদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তাকে দেখে অনেকেই খামার গড়ে তোলে নিজেকে আত্মনির্ভর করে গড়ে তোলছেন।

 

Leave a Reply

Your email address will not be published.