আজ সেই দিন:মাগুরায় আমার আব্বা ও ভাবিকে অতর্কিত গুলি চালায়

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া পাঁচ বছরে পা দিয়েছে মঙ্গলবার। মায়ের গর্ভে থাকা অবস্থায় গুলি লাগায় চার বছর পূর্ণ হলেও অন্য আর দশটা শিশুর মতো সুস্থ ও স্বাভাবিক নয় তার বেড়ে ওঠা। তার দুটি পা বিকলাঙ্গ হয়ে গেছে। আর ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে অনেক আগেই। ২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ার পাড়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজির  আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে নিহত হন মমিন ভূঁইয়া নামে এক ব্যক্তি। সে সময় সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম পেটে গুলিবিদ্ধ হন।এ বিষয়ে সুরাইয়ার চাচা রুবেল হাসান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ।যা হুবুহু করে মাগুরা সংবাদে তুলে ধরা হল।

আজ ২৩শে জুলাই মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ঘটনার সেই দিন।
গত ২৩শে জুলাই ২০১৫ দোয়ার পাড় এলাকার কিছু জানোয়ারের বাচ্চা পাকিস্তানী হানাদার বাহিনীর মত আমাদের বাড়ির ভিতর ঢুকে অতর্কিত ভাবে আমার নিরীহ আব্বা ও ভাবির উপর গুলি চালিয়ে চলে যায়।আজ চার বছর পার হলে ও শিশু সুরাইয়া এখনো হাটতে পারে না,ঠিক মত দাড়াতে পারেনা,কথা বলতে পারে না,চোখে দেখতে পাইনা,এখনো মামলার সাক্ষী শপত শুরু হয়নি বিচারঅধীন চলছে মাগুরা জেলা দায়রা জজ কোটে আর আসামি রা বুক ফুলিয়ে ঘুড়ে বেড়াচ্ছে,আমরা এর দ্রুত ও সঠিক বিচার চাই সরকারের কাছে,সকলের সহযোগিতা ও দোয়া চাই।ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published.