শালিখা আড়পাড়া বাজারের ভ্যান গ্যারেজে দুধর্ষ চুরি সংগঠিত

শালিখা

মাগুরা সংবাদঃ

শহিদুজ্জামান চাঁদ.শালিখা,মাগুরাঃ

মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজারের মেহেদী সাইকেল পার্টসের দোকানে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বুধবার দিবাগত রাতে এঘটনা ঘটে। জানা গেছে প্রতিদিনের ন্যায় বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যায় দোকান মালিক মোঃ আলিম বিশ্বাস। সকালে দোকানে এসে দেখে তার দোকানের তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল গ্যারেজে থাকা ভ্যানের সাত সেট নতুন ও তিন সেট পুরাতন র্চাজ ব্যাটারী চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। তার ব্যবসার ৯০ ভাগ পুঁজিই এই ব্যাটারীর ভিতর ছিলো বলে দোকান মালিক আলিম বিশ্বাস কান্না স্বরে সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন আমার ব্যবসার সব পুঁজি শেষ।আমি এখন ব্যবসা চালাবো কি করে। এব্যাপারে আড়পাড়া বাজার বনিক সমিতির পক্ষ থেকে কোন পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন বাজার কমিটির নেতৃবৃন্দদেরকে বিষয়টি নিয়ে বারবার বলেছি যে আমি গরীব মানুষ আমার দোকানটা চুরি হয়ে গেল আপনারা একটু বিচার করে দেন। কিন্তু তারা কোন প্রকার কর্ণপাত করছেন না। আজ কাল করে শুধু ঘুরিয়ে চলেছেন। পরে তারা সাব জানিয়েছেন, তোমার দোকান চুরির বিষয় আমরা কিছু করতে পারবোনা। তুমি পুলিশের কাছে যাও। বিষয়টি নিয়ে থানায় কোন অভিযোগ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যা বিষয়টি নিয়ে শালিখায় থানায় একটি লেখিত অভিযোগ করেছি। শুনছি পুলিশ বাজারের ডিউটির একজনকে আটক করেছিলেন। কিন্তু পরে নাকি স্থানীয় নেতৃবৃন্দ তাকে ছড়িয়ে নিয়ে আসছেন। বাজারের ব্যবসায়ী মোঃ ফিরোজ কবির, নুর ইসলাম ও ইমরান হোসেন জানান, বণিক সমিতির উদ্যোগে প্রতি রাতে বাজারে ডিউটির ব্যবস্থা থাকলেও কি ভাবে একের পর এক চুরি সংগঠিত হচ্ছে,আমরা ভেবে পাচ্ছিনা। আলিম মোল্যা একজন খুবই গরীব মানুষ। তার এতো বড় ক্ষতি মেনে নেওয়া যায়না। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি। এব্যাপারে আড়পাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমোর্তজা মোল্যার সাথে কথা বললে তিনি বলেন, আলিমের দোকানের চুরির বিষয়টি নিয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছেন। এব্যাপারে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক মোঃ মনজুর আলী খান বলেন, বিষয়টি নিয়ে লেখিত অভিযোগ পেয়েছি। বাজার কমিটির লোকজন এক সপ্তাহ সময় নিয়েছেন। পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published.