শাহজালালে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ মাগুরার শহিদুল আটক

বাংলাদেশ

 

মাগুরা সংবাদঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ হাজার ৬০০ মার্কিন ডলারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। রোববার বিকেলে শহিদুল ইসলাম নামের ওই যাত্রীকে আটক করা হয়।

বাংলাদেশি মূদ্রায় যার মূল্যমান ৬৫ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ওই যাত্রী বিকেল সাড়ে ৪টার দিকে একটি ফ্লাইটে ভারত থেকে ঢাকায় আসেন। গোপন তথ্য থাকায় নভোএয়ারের ওই ফ্লাইটে নজর রাখেন শুল্ক গোয়েন্দারা।

পরে ওই যাত্রীকে বিমানবন্দরের ২১ নাম্বার গেইট থেকে তুলে আনা হয়। প্রথমে তিনি বৈদেশিক মূদ্রা থাকার কথা অস্বীকার করেন। পরবর্তীতে তার লাগেজ কেটে বের করা হয় ৭৭ হাজার ৬০০ মার্কিন ডলার।

সহিদুল ইসলাম বলেন, ওই যাত্রী এসব মুদ্রা কোনো প্রকার ঘোষণা ছাড়াই বহন করছিলেন। এসব মুদ্রা দিয়ে তিনি চোরাচালান করার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে যাত্রী শহীদুল ইসলাম জানান, তিনি একজন ব্যবসায়ী, বাড়ি মাগুরায়।

তিনি এর আগেও এ ধরনের মূদ্রা বহন করেছিলেন। ২০১৭ এবং ২০১৮ সালে বহুবার বিদেশে আসা যাওয়া করেছেন।

শুল্ক গোয়েন্দার ডিজি বলেন, ঘোষণা ছাড়া এসব মূদ্রা বহন করে এই যাত্রী বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ করেছে। তাকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.