মাগুরায় পানির অভাবে পাট জাগ দিতে হিমশিম খাচ্ছে কৃষকরা

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

এ বছর মাগুরা জেলায় পাটের ভালো ফলন হলেও পানির অভাবে পাট জাগ দিতে পারছে না কৃষক। অনেক পাট পরিপুষ্ট হয়ে যেতেই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দেখা গেছে, পাট পচানোর পানি না থাকায় পুকুর ভাড়া করে পাট পচানোর ব্যবস্থা করেছে স্থানীয় কৃষক। গত বছরের তুলনায় এবারে আবাদ বেশি ফলন ও ভালো। বর্ষার পুরো মওসুমে ডোবা-নালায় পানি না থাকার এ বিড়ম্বনা পড়েছে হাজার হাজার পাট চাষী।ভ্যানে করে দূর-দূরান্তে নিয়ে পাট পচানোর ব্যবস্থা করছে যার জন্য অতিরিক্ত খরচ হচ্ছে। কিন্তু নিম্নবিত্ত কৃষক খরচের অভাবে অন্য দিতে পারছে না। চলমান এ দুর্ভোগ আরো বৃদ্ধি পেলে পাটচাষীরা পথে বসে পড়বে বলে আশঙ্কা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.