মঙ্গলবার শেষ ম্যাচে মাগুরা জেলার মুখোমুখি হবে ঠাকুরগাঁও জেলা

খেলাধুলা

মাগুরা সংবাদঃ

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর চূড়ান্তপর্বের ম্যাচে আবারো ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলা। আজ রোববার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ১-১ গোলে ড্র করেছে মাগুরা জেলার সঙ্গে। এদিকে দিনের অপর ম্যাচে বড় জয় পেয়েছে ঠাকুরগাঁও জেলা। তারা ৪-০ ব্যবধানে হারিয়েছে রাজশাহী জেলাকে।

‘ক’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইল ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত মাগুরার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে। ৪১ মিনিটে পিছিয়ে পড়ে তারা। এ সময় মাগুরার রিপা আক্তার গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মাগুরা। অবশ্য বিরতির পর ৬৩ মিনিটে ম্যাচে সমতা ফেরায় টাঙ্গাইল। এ সময় গোলটি করেন টাঙ্গাইলের ঝুমুর আক্তার। বাকি সময়ে অবশ্য এই সমতা আর কেউ ভাঙতে পারেনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টাঙ্গাইল ১-১ গোলে ড্র করেছিল ঠাকুরগাঁও জেলার সঙ্গে। শেষ ম্যাচে টাঙ্গাইল মঙ্গলবার রাজশাহী জেলার মুখোমুখি হবে।

এদিকে ঠাকুরগাঁও এর ৪-০ ব্যবধানের জয়ে একটি করে গোল করেছেন জাহানার বেগম (১০ মি.), নাইরু দেবী (২০ মি.), সঞ্চিতা আক্তার (২৯ মি.) ও লাবন্য রায় (৩০ মি.)। ঠাকুরগাঁও মঙ্গলবার শেষ ম্যাচে মাগুরার মুখোমুখি হবে।

বাছাইপর্ব পেরিয়ে আসা আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে ‘ক’ গ্রুপে রয়েছে টাঙ্গাইল জেলা, রাজশাহী জেলা, মাগুরা জেলা ও ঠাকুরগাঁও জেলা। ‘খ’ গ্রুপে রয়েছে রাঙ্গামাটি জেলা, রংপুর জেলা, মানিকগঞ্জ জেলা ও ময়মনসিংহ জেলা।

২ থেকে ১৭ জুলাই পর্যন্ত গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিদিনি দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ বিকেল ৪টায় শুরু হয়। দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনালে জায়গা করে নিবে। ১৮ জুলাই অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ জুলাই হবে ফাইনাল।

প্রতিটি ম্যাচ হচ্ছে ৭০ মিনিটের (প্রথমার্ধে ৩৫ ও দ্বিতীয়ার্ধে ৩৫ মিনিট)। মাঝে ১০ মিনিটের বিরতি থাকছে।

বাছাইপর্ব ও মূলপর্ব থেকে খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের ট্রায়ালে রাখা হবে। চূড়ান্তপর্বে অংশ নেওয়া প্রত্যেকটি দল ২৫ হাজার টাকা করে অংশগ্রহণ ফি পাবে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স-আপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া ট্রফি, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, সেরা গোলদাতা, টুর্নামেন্ট সেরা, মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার অ্যাওয়ার্ড থাকবে। থাকবে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কার।

জেএফএ কাপের এবারের আসরের কো-স্পন্সর হিসেবে রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। এ নিয়ে পঞ্চবারের মতো এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published.