মাগুরার মঘির ঢাল এলাকার সেই মদের দোকানের মালামাল সরিয়ে নিচ্ছে মালিক পক্ষ

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

 

শহিদুজ্জামান চাঁদ,মাগুরা:

মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কের পাশে মদের দোকান ঘরের সেই ভাঙচুর কৃত মালামাল সরিয়ে নিচ্ছেন মালিক পক্ষ। (বৃহস্পতিবার ১১জুলাই) সরেজমিন গিয়ে দেখা যায়,৬ জন শ্রমিক মদের দোকানে ভাঙচুর কৃত সমস্ত মালামাল সরিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে মালিক পক্ষের কোন লোকজন অকুস্থলে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে শ্রমিক মোঃ আজিজুলের সাথে কথা বললে তিনি বলেন, নির্মানাধীন মদের এই ঘরটি এলাকাবাসী ভেঙে ফেলার পরে মালামাল পড়ে থেকে নষ্ট হচ্ছিল। তাই মালিক পক্ষের নির্দেশে ভাঙচুর কৃত কাঠ,খুঁটি ইট সহ সমস্ত মালামাল আমরা সরিয়ে নিচ্ছি। মঘি গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ ওমর আলী বলেন, ইট বালু ফেলে ঘর করার পরে আমরা জানতে পারলাম এখানে মদের ঘর হচ্ছে। পরে এলাকাবাসী তথা ইউনিয়নবাসী সম্পৃত্ত হয়ে জুমার নামাজ শেষে নির্মানাধীন ওই মদের ঘর ভেঙে দেয়। এখন দেখছি ভাঙচুর করা মালামাল মালিক পক্ষের লোকজন শ্রমিক খাটিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, এখানে মদ বিক্রয়ের জন্য ঘর তৈরী করা হলে এলাকার যুব সমাজ ধবংস হয়ে যেত। এ ছাড়াও এলাকার শান্তি সৃঙখলা বিনষ্ট হতো। তাই বিক্ষুব্ধ এলাকাবাসী মদের দোকানটির নির্মানাধীন ভবন ভাঙচুর করে। উল্লেখ্য গত রমজান মাসে মাগুরা সদর উপজেলার মঘি এলাকায় মঘির ঢাল নামক স্থানে মাগুরা-যশোর মহাসড়কের পাশে মদের দোকান ঘর করার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন, বিক্ষোভ ও নির্মাণাধীন মদের দোকান ভাঙচুর করে। এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচিও পালন করেন। এরপর প্রায় দুই মাস পর ভাঙচুরকৃত সমস্ত মালামাল মালিক পক্ষের নির্দেশে সরিয়ে নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.