ছেলের পাশে থাকতে ইংল্যান্ডে উড়াল দিচ্ছেন সাকিবের বাবা-মা

খেলাধুলা

মাগুরা সংবাদঃ

বিশ্বকাপের কারণে দীর্ঘ প্রায় দুই মাস বাংলাদেশ দলের ক্রিকেটারদের থাকতে হবে ইংল্যান্ডে। রমজান মাস তো বটেই, ঈদুল ফিতরও পড়বে এই সময়ে। দীর্ঘ এই সময়ে ক্রিকেটাররা পরিবার ছাড়া থাকবেন!ফলে এবারের ঈদটাও অন্য অনেক ঈদের মত জলাঞ্জলি দিতে হবে তাদের। পরিবারের সবাইকে ছাড়া ঈদ তো আর ঈদ হয়ে ওঠে না! কেউ কেউ অবশ্য স্ত্রী-সন্তানকে সাথে রাখার সুযোগ পাচ্ছেন। তবে এদিক থেকে সবচেয়ে সৌভাগ্যবান বলা যেতে পারে সাকিব আল হাসানকে।বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এবং ওয়ানডে দলের সহ-অধিনায়ক যে ঈদের সময় খোদ মা-বাবাকে পাচ্ছেন ইংল্যান্ডে!

একমাত্র ছেলে যখন ইংল্যান্ডে বিশ্বকাপ নিয়ে মগ্ন, মা শিরীন আক্তার ও বাবা মাসরুর রেজারও দেশে মন টেকা স্বাভাবিক। আর এ কারণেই সাকিবের বাবা-মা নিয়েছেন ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত। চাঁদ দেখার উপর নির্ভর করে এবার ঈদুল ফিতর হতে পারে ৫ অথবা ৬ জুন। আগামী মাস, অর্থাৎ জুনের প্রথম সপ্তাহেই শিরীন আক্তার ও মাসরুর রেজার ইংল্যান্ড যাওয়ার কথা রয়েছে।মা ও বাবাকে পাশে পেলে সাকিবের ঈদের সময়টুকু কতটা উপভোগ্য হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি অন্য ক্রিকেটারদের ঈদও হয়ত এতে রঙিন হয়ে উঠবে। বাংলাদেশের ক্রিকেটারদের অভিভাবকরা সব ক্রিকেটারকেই যে নিজের ছেলের মত দেখেন, এটা তো আর নতুন কিছু নয়!

Leave a Reply

Your email address will not be published.