জমে উঠেছে মাগুরার ঈদ বাজার

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাগুরার বিভিন্ন মার্কেট ও শপিংমল নবরূপে সেজেছে। ক্রেতাদের ভিড়ও বেড়েছে। দিন যতই এগিয়ে আসছে মাগুরাশহর সহ বিভিন্ন উপজেলায় নারী, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ঈদের পোশাক কিনতে বিভিন্ন মার্কেটে আসছেন। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা সমাগমে মুখর থাকে মার্কেটগুলো। ব্যবসায়ীদের বিক্রিও বেড়েছে। এদিকে ক্রেতারা বলছেন, এবার পোশাক পরিচ্ছদের দাম পূর্বের তুলনায় বেশি। পবিত্র রমজান মাসের শুরু থেকে মাগুরার বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানগুলোতে সংগ্রহে রাখা হয়েছে ক্রেতাদের চাহিদা বুঝে হরেক রকম শাড়ি, তৈরি পোশাক প্রভৃতি। ছিট কাপড়ের দোকানে এখন ভিড় কমেছে। ভাল টেইলরিং শপগুলো অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে। ইতোপূর্বে নেয়া অর্ডারের কাজ সম্পন্ন করতে এখন কারিগররা ব্যস্ত সময় পার করছেন। নামী দামী বিপণি বিতান, শপিংমল থেকে শুরু করে মধ্যবিত্তের মার্কেট, নিম্নবিত্তের দোকানেও এখন নতুন নতুন পোশাকে ঠাসা।

Leave a Reply

Your email address will not be published.