মাগুরায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর আপোষ মীমাংসা:মারামারি-কাইজা না করার শপথ

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

 

 মতিন রহমানঃ

মাগুরার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে গত শুক্রবার রক্তক্ষয়ী সংঘর্ষের ২দিন পর দুইপক্ষের আপোষ মীমাংসা হয়েছে।  রোববার সকালে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়িতে এসআই আবু জাফর এর উপস্থিতে এই আপোষ মীমাংসা হয় । এসময় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব ও মাগুরা জেলা পরিষদ সদস্য নাসিরুল ইসলাম মিলনসহ তাদের দুইপক্ষের সামাজিক মাতব্বর পান্না, লিয়াকত, তৈয়ব খোকন, কাশেম, বাদশা মাস্টার, সহ ইউনিয়নের সব গ্রামের প্রায় দেড়শতাধীক লোক উপস্থিত ছিলেন। সবাই আর কোনো মারামারি কাইজ্জা হবেনা বলে শপথ করেন। সেইসঙ্গে সম্প্রীত ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মামলা না করে উভয়পক্ষ আপোষ মীমাংসা করেন। জানা গেছে, মাগুরার পুলিশ প্রশাসন ও মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু পরামর্শ ও নির্দেশে সামাজিক দুইপক্ষের লোকেরা এই মীমাংসায় বসেন।

Leave a Reply

Your email address will not be published.