মাগুরার আলোকদিয়ায় তৈরিকৃত দুয়ারী পৌঁছে যায় পদ্মা পাড়ের জেলেদের কাছে

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

আসন্ন বর্ষা মৌসুমের শুরুতেই মাগুরার আলোকদিয়ায় ধুম পড়েছে দোয়ারী কেনা-বেচায়। ব্যস্ত সময় পার করছে দোয়ারী তৈরির কারিগররা। মাগুরা সদর উপজেলার আলোকদিয়া এলাকার পরিবারগুলোর দোয়ারী তৈরি ও বিক্রি করাই প্রধান পেশা। বর্ষাকালে এই কাজের ব্যস্ততা আরও বেড়ে যায়। নিজ এলাকার চাহিদা মিটিয়ে এই দোয়ারী যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। মাগুরা জেলার আলোকদিয়া গ্রামের প্রায় অসংখ্য লোকেরই জীবিকা নির্বাহ করে দুয়ারী তৈরি করে। কথা হচ্ছিল দুয়ারী বিক্রিয় করি মিলন শেখের সাথে। যিনি মাগুরা আলোকদিয়া থেকে দুয়ারী কিনে নিয়ে আসে কুষ্টিয়ার কুমারখালী পদ্মার তীর বর্তী এলাকার শিলাইদহ এবং আমবাড়িয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। প্রায় ১৩ বছর যাবত তিনি এই দুয়ারী বিক্রি করেন। একটি দোয়ারী তৈরি করতে মোট খরচ হয় ৫০ টাকা আর বিক্রি হয় ৮০ টাকা ৩০ টাকা মুনাফা থাকে মুল কারিকরদের। এর মধ্যে মিলন সেলসম্যান তার ভ্যানসহ শের প্রতিদিনই প্রায আয় করেন ১ হাজার টাকা মত।সে বলল পদ্মায় পানি আসলেই আমাদের বেচাকেনা বাড়ে যায়। এই এলাকার দোয়ারিকার চাহিদা বাড়ে তখন আমরা আলুকদিয়া গ্রাম থেকে দোয়ারী এনে পদ্মা পাড়ের জেলেদের কাছে বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করি। একদিকে জেলেরা যেমন মাছ ধরে তাদের জীবিকা অর্জন করে তেমনি আমরাও আলুকদিয়া গ্রামের শতভাগ বাসিন্দা দোয়ারী বিক্রি করে আমদের জীবন যাপন করি।

Leave a Reply

Your email address will not be published.