যশোরে ‘পরকীয়ার জেরে’ মাগুরার শহীদ কাজীকে খুন

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

যশোরে ‘পরকীয়ার জেরে’ ছুরিকাঘাতে সর্দার শহীদ কাজী নামে ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। তিনি আফনান জুট মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার দুপুরে মিলের গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত শহীদ কাজী মাগুরা সদর থানার হাজরাপুর গ্রামের লোকমান কাজীর ছেলে।

হামলাকারীদের মধ্যে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তার নাম মেহেদা হাসান টপি। তিনি যশোর উপশহর সারথী মিল এলাকার আসলামের ছেলে।

আটক টপি সাংবাদিকদের জানিয়েছেন, তার মামী ২/৩ মাস আগে ওই মিলে মেশিনম্যান হিসেবে কাজ করতেন। তার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন শ্রমিক সর্দার শহীদ। স্বামী বিষয়টি আমিচার জানতে পেরে স্ত্রীকে আর মিলে কাজ করতে দেননি। এরপরেও তাদের সম্পর্ক চলে আসছিল। যে কারণে তার মামা শহীদের উপর ুব্ধ হয়।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই মারা যান শহীদ। তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান জানান, আমিচারের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে শহীদ খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.