কালের আবর্তে মাগুরায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য যাতা

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

আধুনিক যন্ত্রপাতির আদলে মানুষের জীবন যাত্রা বদলে যাচ্ছে। সেই সাথে গ্রাম বাংলার অনেক হারিয়ে যাওয়ার অন্যতম যাতা। গ্রামের প্রায় প্রতিটি বাড়ীতে দেখা যেত যাতা। যাতা দিয়ে ভাঙ্গানো হতো মশারী, খেসারী, মাশ কলাইসহ প্রভৃতি রকমের ডাউল। পাথরের তৈরী যাতা দিয়ে যখন কাজ করতো একটি মিষ্টি ধরনের শব্দ হতো। এখন আর চোখে পড়ে না সচারাচার যাতার ব্যবহার। উন্নত ধরনের মেশিন তৈরী হওয়ার কারনে সুখ প্রিয় বাঙ্গালী পরিবার আর কষ্ট করতে চায় না। তারপরও গ্রামাঞ্চলের অনেক পরিবার যাতেকে ঐতিহ্য হিসাবে ধরে রেখেছেন। মাগুরায় খোজ নিলে কয়েকটি পরিবারের মধ্যে যাতা পাওয়া যাবে। হয়ত আর কিছু দিন পর এ যাতা কালের আবর্তে হারিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published.