মাগুরায় কাচের বল গলায় ঢুকে পাঁচ বছরের শিশুর মৃত্যু

শ্রীপুর

মাগুরা সংবাদঃ

মতিন রহমান :

মাগুরা জেলার সব্দালপুর গ্রামে খেলতে গিয়ে গলায় কাঁচের মার্বেল আটকে গিয়ে রাফিস নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, শনিবার দুপুরের দিকে রাফিস তার সমবয়সী দুই চাচাতো ভাই বোনের সাথে বাড়ির উঠোনে খেলা করছিল। বাড়ির বড়রা অন্য কাজে ব্যস্ত এমন সময় কান্নার শব্দে মা সিরিয়া কাছে ছুটে গেলে একটি বল গলায় আটকে গেছে বলে শিশুটি জানায়।

শিশুটির মা সিরিয়া খাতুন জানান, ঘটনার পরপরই সব্দালপুর বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাই। কিন্তু তিনি মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিত্সক মশিউর রহমান জানান, এখানে আনার আগেই শিশুটির মৃত্যু হওয়ায় কোন চেষ্টা করা সম্ভব হয়নি।

শিশুটির বাবা জামিরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। জামিরুল-সিরিয়া দম্পতির ১০ বছরের আরেকটি মেয়ে রয়েছে বলে জানা গেছে

Leave a Reply

Your email address will not be published.