শালিখায় শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের ১০শতাংশ কর্তনের প্রতিবাদে মানববন্ধন

শালিখা শিক্ষা

মাগুরা সংবাদঃ

এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড কল্যাণ ট্রাস্টের ১০ শতাংশ কর্তন আদেশের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি ও(বিটিএ) এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান মন্রী ও শিক্ষা মন্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে ৷ বৃহস্পতিবার সকাল ১০টায় মাগুরা শালিখা উপজেলায় কর্মরত বে-সরকারি শিক্ষক কর্মচারীরা আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে আড়পাড়া বাজার যশোর-মাগুরা মহাসড়কের দু পাশে প্রায় তিন শতাধিক শিক্ষক-কর্মচারী এ মানববন্ধনে অংশ নেয় ৷ মানব বন্ধনটির নেতৃত্ব দেন বাংলাদেশ শিক্ষক সমিতির মাগুরা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহ সাংগঠনিক সম্পাদন মোঃ বাহারুল ইসলাম ৷ বক্তব্য রাখেন. বাংলাদেশ শিক্ষক সমিতির শালিখা উপজেলা শাখার সভাপতি মোঃ আক্তারুজ্জামান.সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন. শিক্ষক নেতা মোঃ আবু জাফর লাল.সেলিম রেজা.সিজার হোসেন প্রমুখ ৷ শিক্ষক নেতারা বলেন. শিক্ষক প্রতিনিধিদের সাথে কোন রকম আলোচনা ছাড়াই গত ১৫ এপ্রিল অতিরিক্ত চার শতাংশ সহ মোট ১০ শতাংশ কর্তনের জন্য মহাপরিচালকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে আদেশ প্রদান করা হয়েছে ৷ তারা আরো বলেন. যদি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি মানা না হয় এবং শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০% কর্তন করা হয় তবে বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীগণ অবিরাম ধর্মঘট আমরণ অনশন সহ কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করতে বাধ্য হবে ৷

Leave a Reply

Your email address will not be published.