প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দকৃত ঘরের টাকা যারা আত্মসাৎ করেছে তাদের বিচার চায় অসহায় সুরতি

মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় আশ্রয়ন -২ প্রকল্প (নিজ জমিতে গৃহ নির্মাণ) প্রকল্পের ব্যাপক দুর্নীতির ভিডিও মাগুরা সংবাদে প্রকাশিত হয়েছে।মহম্মদপুর থানার চরচাপাতলা গ্রামের অসহায় বিধবা সুরতির সাথে করা হয়েছে অনিয়ম।তার ঘরে ৪টি জানালা দেয়ার কথা থাকলেও তাকে দেয়া হয়েছে ২টি জানালা। তার টয়লেটে ৮টি রিং দেয়ার কথা থাকলেও তাকে দেয়া হয়েছে ৪টি রিং।তার ঘরে সিসি ঢালাই দেয়ার কথা থাকলেও তাকে দেয়া হয়েছে ইট বিছিয়ে সামান্য বালি সিমেন্ট। কোন ইটের খোয়া ব্যাবহার করা হয়নি বলে জানান সুরতি।তিনি বলেন তার বাড়িতে ব্যবহিত পলিথিন তাকে কিনে দিতে হয়েছে।দরজায় রঙ করে দেয়ার কথা থাকলেও করা হয়নি রঙ।তার সাক্ষাতকারটি তুলে ধরা হলো।প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যালয়ের প্রকল্প।বাস্তবায়িত করেছেন মহম্মদপুর থানার ইউএনও মোঃআসিফুর রহমান।

Leave a Reply

Your email address will not be published.