শালিখায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত

Uncategorized

মাগুরা সংবাদঃ

শহিদুজ্জামান চাঁদ,শালিখা-মাগুরাঃ

মাগুরার শালিখায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ও প্রসাদ বিতরণ রবিবার উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত পূজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। রবিবার সকাল ৮টার দিকে বাণী অর্চনা ও নানা আয়োজন দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা শুরু হয়।ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার সনাতন ধর্মের অগণিত ভক্ত বৃন্দ। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। শালিখা উপজেলা প্রশাসন সহ উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা প্রভৃতি দেখা গেছে। পূজা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে আবহমানকাল ধরে এ দেশের সব মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। তাই সাড়ম্বরে বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.