মাগুরায় আইন লঙ্ঘন করে ইটভাটাগুলোতে কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরায় আইন লঙ্ঘন করে ইটভাটাগুলোতে জ্বালানি হিসেবে কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে। এভাবে কাঠ পোড়ানো হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে ব্যাপকভাবে পরিবেশ দূষণ হচ্ছে। দূষণে আশপাশের বাড়িঘর, ফসলি জমি, ফলের গাছ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

খোজ নিয়ে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারায় বলা হয়েছে, জ্বালানী কাঠের ব্যবহার নিষিদ্ধ। আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসাবে কোন জ্বালানি কাঠ ব্যবহার করিতে পারিবেন না। যদি কোন ব্যক্তি ধারা ৬ এর বিধান লঙ্ঘন করিয়া ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করেন, তাহা হইলে তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদন্ড বা অনধিক ৩ (তিন) লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

কিন্তু এসব আইন জেলার বেশির ভাগ ইটভাটা মানছেন না।

সরেজমিনে দেখা গেছে, জেলার বেশিরভাগ ইটভাটা ফসলি জমি ও আবাসিক এলাকায়। আর এসব ইটভাটায় দেদারচ্ছে কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.