খামারে ঝুঁকছেন মাগুরার বেকার যুবকরা

অর্থনীতি কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মুরগী এবং গরুর খামারের পাশাপাশি মাছ চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন মাগুরার অনেক বেকার যুবক। এক সময় তাদের অভাব অনটনে দিন কাটলেও খামার করে জীবনের পরিবর্তন এনেছেন এসব যুবকরা। খামারীদের এগিয়ে যেতে সহযোগিতার কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা।
স্বল্প পুঁজিতে যারা মুরগী এবং গরুর খামার শুরু করেন বর্তমানে তাদের  খামারে অসংখ্য গরু এবং হাজার হাজার মুরগী রয়েছে। তাদের প্রতিমাসে আয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এভাবে অনেকেই খামার করে স্বাবলম্বী।মহম্মদপুর উপজেলার বেশ কয়েকটি ফার্ম ঘুরে এই তথ্য পাওয়া যায়।সম্প্রতি উক্ত উপজেলার ফর্দফুলবাড়ি এলাকায় বিশাল আকারে এক পোল্ট্রি ফার্ম গড়ে ওঠে।যা দেখে অন্য যুবকেরা অনুপ্রেরণা পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.