মাগুরায় উপজেলা নির্বাচনের তোড়জোড় , দলীয় মনোনয়ন চাইবেন কারা!

মাগুরা সদর রাজনীতি

মাগুরা সংবাদঃ

মাগুরায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে উপজেলা নির্বাচনের তোড়জোড়। চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ও সমর্থন পেতে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা শুরু করেছেন দৌড়ঝাঁপ। এতে দু’দলের একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্ব-স্ব অবস্থানে সবাই দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদী।

আগামি ফেব্রুয়ারী মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল মার্চে নির্বাচন ধরে নিয়ে তৎপরতা শুরু করেছেন তারা। উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে। সে ক্ষেত্রে প্রার্থীদের দল থেকে মনোনয়ন নিতে হবে।

নির্বাচনের ঘোষণা আসার পর পরই উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে কে কে প্রার্থী হতে চান তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইতোমধ্যেই অনেকেই দলীয় মনোনয়ন চাওয়ার বিষয়টি জানান দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.