শৈলকুপায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত-১০

বাংলাদেশ

মাগুরা সংবাদ:

মনিরুজ্জামন সুমন,জেলা প্রতিনিধি,ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আবাইপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোক্তার আহমেদ মৃধার কর্মী সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিনের কর্মী সমর্থকদের উপর বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের কর্মী মালেক শেখের নেতৃত্বে ১৫/২০ জন অর্তকিত হামলা চালায়। পরে আত্মরক্ষার্থে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে মহিলাসহ অন্তত: ১০ আহত হয়। সংঘর্ষে আবাইপুর গ্রামের মৃত গহর শেখের ছেলে বদিয়ার শেখ (৪০), ওলিয়ার শেখ (৪৫), আব্দুল ওহাব (৬০), ওলিয়ারের স্ত্রী রেবেকা (৪০), বদিয়ারের স্ত্রী আছমা (৩৫), মৃত গোলাম রব্বানীর ছেলে বিপুল (৪০), লাল্টু শেখের ছেলে রাশেদ (১৫) সহ ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় বদিয়ার শেখ, ওলিয়ার শেখ ও রেবেকা খাতুনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হাটফাজিলপুর ক্যাম্প ইনচার্জ এসআই ব্রজেন ঘোষ জানায়, বুধবার বিকেলে আবাইপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দ্রুপের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.