ভারত ও নেপালের হাজারো মানুষের ঢল মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজায়

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

প্রতি বছরের ন্যায় ১৩ নভেম্বর, ২০১৮ খ্রি. তারিখ থেকে মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কাত্যায়নী পূজা । ১৭ নভেম্বর পূজা শেষ হয়ে গেলে এই পুজাকে গিরে কাত্যায়নী উৎসব চলবে পুরো মাস । জেলা প্রশাসন, মাগুরার সার্বিক সহযোগিতায় এই পূজা ও কাত্যায়নী উৎসব যথাযথভাবে পালিত হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আকরাম-আল-হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন), খুলনা জনাব নিশ্চিন্ত কুমার পোদ্দার , মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব আলী আকবর, মাগুরা জেলার পুলিশ সুপার জনাব খান মুহাম্মদ রেজোয়ানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ পূজা পরিদর্শনে যান।

সর্বস্তরের মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ জাতি, ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ এই পূজা ও উৎসব উপভোগ করছে। দেশের বিভিন্ন প্রান্ত এবং পাশের দেশ ভারত ও নেপাল থেকে হাজারো মানুষ এই পূজায় অংশগ্রহণ করতে ছুটে আসে। বিভিন্ন রকম বর্ণময় প্রদর্শনীর মাধ্যমে এই উৎসব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন রকম পণ্যের মেলা অনুষ্ঠিত হয় এই পুজা উপলক্ষ্যে। এটা শুধু উপভোগ্য অনুষ্ঠানই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীগণ অর্থনৈতিকভাবে লাভবান হয় । সর্বোপরি কাত্যায়ণী পূজার জন্য সকল মানুষ অপেক্ষা করে। যারা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরে অনুসন্ধান করতে চায়, তাদের জন্য এটা বড় একটা সুযোগ। কাত্যায়ণী পূজা মাগুরার হিন্দু সমাজের জন্য প্রধান উৎসব হিসেবে বিবেচিত । এখানে এটা এত জাঁকজমকের সাথে উদযাপন করা হয় যে, উপমহাদেশের কোথাও এইভাবে এই পূজা উদযাপন করা হয় না। দূর্গাপুজার এক মাস পরেই এ পূজা উদযাপন করা হয়। কাত্যায়ণী পূজার প্রতিমা গুলো দূর্গা পুজার প্রতিমার অনুরূপ হয়।

Leave a Reply

Your email address will not be published.