মাগুরায় ১ মন ধানে মিলছে দুইটি দিনমজুর !

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ  

মাগুরা জেলায় এক মন ধান বিক্রি করে কৃষকের মিলছে দুইটি দিন মজুরের টাকা। এ বছর দাম না থাকায় জমির ধান বিক্রি করে কৃষকের কোন লাভ হচ্ছে না, পরিশ্রমই বৃথা। ফলে দিন যতই ঘনিয়ে আসছে নবান্নের উৎসব ফিকে হয়ে আসছে। মাগুরার বাজারগুলোতে ধানের দাম ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৭৩৫ টাকা চলছে। এতে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। তারপরও দিন মজুর পাওয়া যাচ্ছে না। সুযোগ বুঝে তারাও দর বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই তুলনায় বাজারে ধানের দাম নেই। জানা যায়  গত বছরের চেয়ে এবার মন প্রতি ২০০ টাকা লোকসান দিচ্ছেন কৃষকরা।মাগুরার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক বলেন, আমাদের দেশ মুক্ত বাজার অর্থনীতির দেশ। চাহিদার উপর বাজার নিয়ন্ত্রিত হয়। তবে কৃষকের ধানের দাম কমে যাওয়া একটি কষ্টের খবর। তিনি বলেন আমরা কৃষি ভুর্তুকি ও কৃষি যান্ত্রিকী করণের মাধ্যমে কৃষকের ধানের উৎপাদন খরচ কমানোর চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published.