আওয়ামীলীগের হয়ে আসন্ন জাতীয় নির্বাচনে মাগুরা- ১ আসনে অংশ নিবেন সাকিব

খেলাধুলা রাজনীতি

মাগুরা সংবাদঃ  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন চাইবেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী সাকিব। আজ (১০ নভেম্বর) সকাল থেকেই আলোচনায় বাংলাদেশ ক্রিকেটের দুই সুপারস্টার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়টি। অনেকদিন থেকেই মাশরাফি-সাকিবের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে!রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের এই দুই অভিজ্ঞ ক্রিকেটার মনোনয়নপত্র সংগ্রহ করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিবেন তাঁরা।মাশরাফি এই বিষয়ে এখনও কিছু না বললেও নিজের আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব নিজেই নির্বাচনে অংশ নেবার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন জাতীয় দৈনিক প্রথম আলোকে। সেই তথ্যমতে, সাকিব আল হাসান মাগুরা-১ আসনের জন্য আগামীকাল তাঁর মনোনয়নপত্র জমা দেবেন।এদিকে আজ (১০ নভেম্বর) শনিবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাকিব-মাশরাফির নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাশরাফি ও সাকিব রোববার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁরা (সাকিব-মাশরাফি) ওবায়দুল কাদেরকে ফোন করেছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের ব্যাপারে ওবায়দুল কাদেরের সঙ্গে আজ তাঁদের কথা হয়েছে।অন্যদিকে মাশরাফির নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানলেও সাকিবের বিষয়ে কিছু জানেননা বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, “ওয়ানডে অধিনায়ক মাশরাফির মনোনয়ন কেনার বিষয়টি শুনেছি। কিন্ত সাকিবের বিষয়টি আমার জানা নেই। ”তবে মাশরাফির আগে সাকিবই আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবার বিষয়টি নিশ্চিত করলেন।

Leave a Reply

Your email address will not be published.