মেডিকেল কলেজে চান্স পেল শালিখার কৃতি শিক্ষার্থী নুসরাত নওরীন নিদ্রা

শালিখা

মাগুরা সংবাদঃ

 

শহিদুজ্জামান চাঁদ,শালিখ,মাগুরাঃ

সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেল মাগুরার শালিখা উপজেলার পুড়াগাছি গ্রামের কৃতি শিক্ষার্থী নুসরাত নওরীন নিদ্রা। সে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় আঃ রহিম মেডিকেল কলেজ দিনাজপুরে চান্স পেয়েছে। নুসরাত নওরীন নিদ্রা যশোর ক্যান্টেনমেন্ট কলেজ হতে চলতি বছর এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ ও আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল থেকে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। জেএসসিতে একই বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ৫ সহ ট্যানেল্টপুলে বৃত্তি লাভ করে। আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে গোল্ডেন জিপিএ-৫সহ ট্যালেল্টপুলে বৃত্তি লাভ করে এই কৃতি ছাত্রী।নুসরাত নওরীন নিদ্রা মোঃ নাসিম উদ্দিন ও গৃহিনী পারুল পারিভীনের কন্যা। তার পিতা শালিখা উপজেলার আড়পাড়া শহীদ সিরাজ উদ্দিন সাধারণ পাঠাগারের একজন গ্রন্থগারিক। দুই বোন এক ভাইয়ের মধ্যে নুসরাত নওরীন নিদ্রা সবার ছোট। নুসরাত নওরীন নিদ্রা মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্যে উল্লাসিত তার পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ। অনুভূতি প্রকাশে উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমী মজুমদার বলেন, এই মেধাবী ছাত্রীর সাফল্যে আমি আনন্দিত। সে একজন আদর্শ ডাক্তার হয়ে দেশবাসীর সেবায় আত্মনিয়োগ করবে এটা আমার প্রত্যাশা। সৃষ্টিকর্তা তার মঙ্গল করুন। উপজেলা প্রশাসন সব সময় তার পাশে থাকবে ৷ কৃতি শিক্ষার্থী নুসরাত নওরীন নিদ্রা জানায়, তার প্রতি সাফল্যের পিছনে তার পিতা-মাতার পাশাপাশি শিক্ষক মন্ডলীর বিশেষ অবদান রয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। নুসরাত নওরীন নিদ্রার পিতা নাসিম উদ্দিন ও মাতা পারুল পারভীন মেয়ের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক একেএম খাইরুল আলম বলেন, আমাদের ছাত্রী মেডিকে চান্স পাওয়ায় আমরা খুবই আনন্দিত ৷ সে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে এই প্রত্যাশা করি ৷ তার জন্য দোয়া ও আশীর্বাদ রইল ৷

Leave a Reply

Your email address will not be published.