মহম্মদপুর সদরে ঢোকার রাস্তার করুণ অবস্থা,১১ কিলোমিটারের রাস্তা মনে হয় ১১শ কিলোমিটার

মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সদরে ঢোকার রাস্তার বেহাল অবস্থা। চলাচলে একেবারে অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা
সদরে ঢোকার রাস্তার কাপের্টিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই তাতে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে।
গর্তে যানবাহন আটকা পড়ে যায়। এ ব্যাপারে আজও কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। বিষয়টি বার বার উত্থাপিত হলেও এখন পর্যন্ত কোন সমাধান হয়নি।মহম্মদপুর সদর হইতে ডাঙ্গাপাড়া পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ১১  কিলোমিটারের রাস্তা যাত্রীদের মনে হয় ১১শ কিলোমিটার। রাস্তার এমনই অবস্থা, যদি কোন অসুস্থ ব্যাক্তি মহম্মদপুর উওজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য যায় তাহলে রাস্তার এ অবস্থার জন্য সে আরও অসুস্থ হয়ে পড়ছে। প্রায় পুরো রাস্তাটায় ছোট ছোট গর্তে পরিনত হয়েছে। তা সত্ত্বেও রাস্তার কোন সংস্কারের লক্ষন দেখা যাচ্ছে না। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে। এলাকাবাসীর দাবী অবিলম্বে রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হউক।

Leave a Reply

Your email address will not be published.