শালিখায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শালিখা

মাগুরা সংবাদঃ

 

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মাগুরা জেলার শালিখায় আজ সোমবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান ছিল, ‘হাত ধোব নিয়মিত থাকব সবাই স্বাস্থ্যসম্মত। এ উপলক্ষে শালিখা উপজেলা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে এবং বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সকালে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক জায়গায় মিলিত হয়। বক্তারা বলেন, বর্তমানে দেশে ৯০ ভাগ পরিবার স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করছে। আগামী কয়েক বছরের মধ্যে শতভাগ পরিবার স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করার লক্ষ্যে সরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে।
র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published.