মাগুরায় বাঁশের সাঁকো দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

 

মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের কাপাসহাটী গ্রামের ফটকি নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু সেতু আর নির্মাণ হয় না। এ কারণে ওই নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করে স্থানীয় লোকজনসহ শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।এই নদীর পাড়ে একটি বাজার, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অনেক পুরাতন একটি দাখিল মাদ্রাসা আছে। এখানে হাটবাজার, ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যাতায়াতসহ সব ধরনের কাজ করতে অসংখ্য লোককে আসতে হয়।

সরেজমিন দেখা গেছে, এলাকার মানুষের চলাচলের জন্য  বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। আশেপাশের এলাকার মানুষ ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে।

স্থানীয়রা জানান, বাঁশের ওপর দিয়ে চলতে গিয়ে অনেকেই পা পিছলে খালের মধ্যে পড়ে যায়। বেশিরভাগ সময় স্কুলের কোমলমতি শিশুরা সাঁকো পার হতে পানিতে পড়ে যায়।

শিশু শিক্ষার্থীরা জানায়, স্কুলে যাওয়ার পথ ওই সাঁকো। সাঁকো পার হওয়ার সময় নড়ে ওঠে। তখন ভয় করে। অনেকে পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। বই-খাতা, জামা-কাপড় নষ্ট হয়। ক্লাস না করে বাড়ি ফিরে যেতে হয়।এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগীরা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published.