মাগুরা শহরে কুকুরের উপদ্রবে আতঙ্কে মানুষ

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

 

 

মাগুরা জেলা শহরে কুকুরের উপদ্রব বেড়েছে। গত ক’মাস যাবৎ শহরে কুকুরের অবাধ বিচরণ এতটাই বেড়েছে যে, মানুষ চলাফেরা করতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে রাতের বেলা তো এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। যারা রাতে পায়ে হেঁটে চলাফেরা করেন তাদের যে কী ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হয় তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারে। একই সড়কে বা স্থানে ১৫-২০টি কুকুরের একসাথে বিচরণ এবং ঘেউ ঘেউ আওয়াজে এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়। দিনের বেলা অবাধ বিচরণ কিছুটা কম দেখা গেলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চলতে থাকে কুকুরের উৎপাত। কুকুরের ঘেউ ঘেউ শব্দে ফজরের নামাজ পড়তে মুসলি্লরা মসজিদে যেতে ভয়ের মধ্যে থাকে। সংঘবদ্ধভাবে কুকুরের দল বিভিন্ন পাড়া মহল্লার সড়ক ও অলিগলিতে বিচরণ করতে দেয়া যায়। প্রাত ভ্রমণকারীদের হাঁটাহাঁটিতেও বিঘ্ন ঘটছে। স্কুলগামী শিশু, ছাত্র-ছাত্রী ও নারীরা কুকুরের ভয়ে আতঙ্কগ্রস্ত থাকেন।

বেওয়ারিশ কুকুর নিধনে যে কার্যক্রম তা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না। কুকুর নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার বলে শহরবাসী মনে করেন।

Leave a Reply

Your email address will not be published.