মাগুরার কৃতি মুখ অধ্যাপক মাহবুবের চিকিৎসায় ইতোমধ্যে খরচ আড়াই কোটি টাকা

শ্রীপুর

মাগুরা সংবাদঃ

 

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাগুরার শ্রীপুরের সারংগদীয়া গ্রামের কৃতি সন্তান অধ্যাপক মাহবুবুর রহমানের চিকিৎসার জন্য ইতোমধ্যে ২.৫ কোটি টাকা খরচ হ‌য়ে গে‌ছে বলে জানান তার ছেলে

এই বিষয়ে অধ্যাপক মাহবুবুর রহমানের বর্তমান শারীরিক অবস্থা তার ছেলের মাধ্যমে উদৃত করছি,” অা‌মি প্রিনন, মাউন্ট এলিজাবেথ হসপিটাল থেকে, আপনারা সক‌লেই কম বে‌শি অবগত অা‌ছেন অামার বাবা নিউ‌মো‌নিয়া ও মা‌ল্টি‌ রে‌জিস্ট্যান্ট ব্যাক‌টে‌রিয়া জ‌নিত ইন‌ফেকশ‌নে অাক্রান্ত হ‌য়ে ফুসফু‌সের মারাত্মক সমস্যা নি‌য়ে গত ২৪/০৯/২০১৮ তা‌রিখ থে‌কে সিংগাপু‌রের মাউন্ট এ‌লিজা‌বেথ হাসপাতা‌লের অাই‌সিইউ‌তে লাইফ সা‌পো‌র্টে র‌য়ে‌ছেন। এ হাসপাতা‌লে চি‌কিৎসা ব্যয় অ‌নেক বে‌শি। অাজ অব‌ধি তাঁর চি‌কিৎসার জন্য প্রায় ২.৫ কোটি টাকা খরচ হ‌য়ে গে‌ছে। এখা‌নে প্র‌তি‌দিন প্রায় গ‌ড়ে ১৭-২০ লাখ টাকা খরচ হয়। অামা‌দের প্রিয় ও শ্র‌দ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীর ৫০ লাখ টাকা অনুদানসহ অাপনা‌দের সবার অা‌র্থিক সহ‌যো‌গিতায় এখন পর্যন্ত অামরা বাবার চি‌কিৎসা চা‌লি‌য়ে যা‌চ্ছি। এ অবস্থায় পরবর্তী এক সপ্ত‌া‌হের জন্য চি‌কিৎসা ব্যয় বাবদ অারও প্রায় ১ কো‌টি ৫০ লাখ টাকা প্র‌য়োজন। অাব্বুর ফুসফুস এখনও স্টিফ হ‌য়ে অা‌ছে এখনও পর্যন্ত তাঁর ফুসফুস কাজ কর‌ছেনা এবং এজন্য অারও অ‌নেক সময় লাগ‌তে পা‌রে ব‌লে ডাক্তার ধারণা কর‌ছেন। ত‌বে তাঁর ইন‌ফেকশন এখন প্রায় নিয়ন্ত্র‌নে এসেছে ব‌লে ডাক্তার অব‌হিত ক‌রে‌ছেন ও তাঁর অন্যান্য শারী‌রিক প্যারা‌মিটার ও অর্গান মোটামু‌টি স্বাভা‌বিক র‌য়ে‌ছে। অামার অাব্বুর সুস্থতার জন্য অাপনা‌দের সক‌লের সহ‌যোগীতা ও দোয়া কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published.