শালিখার আড়পাড়া আইডিয়াল হাইস্কুল সরকারিকরণে আনন্দ র‍্যালি

শালিখা

মাগুরা সংবাদঃ  

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া আইডিয়াল হাইস্কুলকে সরকারিকরণ করায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার(এমপি) মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আড়পাড়া আইডিয়াল হাইস্কুল বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার দে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম খাইরুল আলম। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহোদর ও ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিমলেন্দু শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, ওসি মোঃ তরীকুল ইসলাম, ওসি তদন্ত তৌফিক আজম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রেসক্লাব শালিখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক বাবু অজীৎ গাইন, অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকু, আওয়ামীলীগ নেতা নির্মল বিশ্বাস, সহকারি শিক্ষক হারুন অর রশীদ, সহকারি শিক্ষক আলী হাসান,অভিভাবক সদস্য আবুল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ এনামুল কবির প্রমুখ। প্রধান অতিথি এ্যাড. শ্যামল কুমার দে তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার কল্যাণেই আজ শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনই হাতে হাতে বই পাচ্ছে। শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, রাস্তা ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎসহ সবক্ষেত্রেই আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আগামীতেও নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন, সহকারি প্রধান শিক্ষক ফিরোজ হাসান ও সহকারি শিক্ষক বাবু বকুল মন্ডল।

 

Leave a Reply

Your email address will not be published.