মাগুরা শ্রীপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

শ্রীপুর

মাগুরা সংবাদ:

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরামের স ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সালমা জাহান নিপা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্লা, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলু, জেলা পরিষদের সদস্য আরজান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তিন দিনব্যাপী এ মেলায় ১৫ টি স্টলে কৃষকেরা তাদের উৎপাদিত ফসল প্রদর্শন ও নানা বিষয়ে পরামর্শ গ্রহণ করছেন।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে গাছের চারা, কৃষি ঋণ ও প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদরে মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা কোর্ট চত্বরে ৭ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক নির্মিতব্য উপজেলা পরিষদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published.