পুলিশের ধাওয়ায় মাগুরার জুয়াড়ী ইলিয়াস নিহত

মাগুরা সংবাদঃ

মাগুরার শত্রুজিৎপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ইলিয়াস নামে এক  জুয়াড়ী নিহত।ইলিয়াস হোসেন শত্রুজিৎপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সরোয়ার শেখের ছেলে।জানা যায়,গত শনিবার ১৮ আগষ্ট জুয়া খেলার সময় ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশের ধাওয়ায় পালানোর সময় মাটিতে পড়ে এই ঘটনা ঘটে।